মোংলায় ৫-১১ বছরের শিশুদের কোভিড টিকাদান শুরু

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২২, ০৪:২৩ পিএম

মোংলায় ৫-১১ বছরের শিশুদের কোভিড টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়েছে। সারাদেশের ন্যায় মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। বুধবার (১২ অক্টোবর) সকাল ৯টায় চাঁদপাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিকা কার্যক্রমের উদ্ধোধন করেন মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার।

অনুষ্ঠানে চাঁদপাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ রাজ্জাক মল্লিক'র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার।

এসময় আরো উপস্থিত ছিলেন, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মোঃ তরিকুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ শাহিন, ডা. ফয়সাল ইসলাম স্বর্ণ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার উল কুদ্দুস, চাঁদপাই ইউপি ২নং ওয়ার্ড সদস্য মোঃ রোকন উদ্দিন হাওলাদার প্রমুখ।

শিক্ষার্থীরা অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা নিতে পারবে। শিশুদের এ টিকা কার্যক্রমের প্রথম ১২ দিন স্কুলে এবং পরবর্তী একদিন স্কুলের বাদ পড়া শিশুদের কমিউনিটি সেন্টারে এ টিকা দেওয়া হবে। আগামী ১৪ অক্টোবর পর্যন্ত মোট ১৩ দিন এ টিকা কার্যক্রম চলবে। তবে কমিউনিটি সেন্টারে এসে রেজিস্ট্রেশন করেও টিকা নেওয়ার সুযোগ থাকছে। উপজেলা ১৫০ টি টিকাকেন্দ্র এ টিকাদান কর্যক্রম চলছে বলে জানান উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ শাহিন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: