প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

শামীম হোসেন সামন

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

দোহারে পানির ড্রামে পড়ে শিশুর মৃত্যু

   
প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, ১২ অক্টোবর ২০২২

ঢাকার দোহারে পানির ড্রামে পড়ে ইব্রাহিম নামক ২ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত ইব্রাহিম উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের আন্তা গ্রামের মো. শাহজাহানের ছেলে। নিহত ইব্রাহিমের পিতা মো. শাহজাহান জানান, বুধবার সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিলো। আমার স্ত্রী রান্নার কাজে ব্যস্ত ছিলো। তখন ছেলে ইব্রাহিম বৃষ্টির পানির ধরার ড্রামের পানি নিয়ে খেলার সময় ড্রামের ভেতর পড়ে যায়।

কিছুক্ষণ পর ইব্রাহিমকে ড্রামের ভেতর ডুবন্ত অবস্থায় দেখতে পেয়ে তার মা চিৎকার করলে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এসে ইব্রাহিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. সামিলা তাবাসসুম শীথিল জানান, শিশুটি হাসপাতালে আনার প্রায় আধ ঘন্টা আগেই মারা যায়। পরে তাকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: