ময়মনসিংহ পুলিশের মানবিক কাজে স্নোটেক্স গ্রুপের সহায়তা

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২২, ০৯:২৩ এএম

ময়মনসিংহে করোনা নিয়ন্ত্রণে পুলিশের কাছে এক লক্ষ মাস্ক হস্তান্তর করেছে স্নোটেক্স গ্রুপ। বুধবার (১২ অক্টোরব) বিকালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোহাম্মদ রায়হানুল ইসলাম এসব মাস্ক গ্রহন করেন।
এসময় উপস্থিত ছিলেন, স্নোটেক্স গ্রুপের এজিএম (আই) মো, রিদওয়ানুর রহমান, এজিএম (এইচআরএম) তাসিবুল আলম, জেলা গোয়েন্দা শাখার ওসি শফিকুল ইসলামসহ প্রমুখ।

এ বিষয়ে ওসি শফিকুল ইসলাম বলেন, করোনা প্রাদুর্ভাব শুরু থেকেই পুলিশ বিভিন্ন ভাবে মানুষকে সহায়তা করে আসছে। সাম্প্রতি করোনা সংক্রমনের হার ঊর্ধ্বমুখী হওয়ায় পুলিশ সুপারের নির্দেশে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসাবে স্নোটেক্স গ্রুপ এক লক্ষ মাস্ক দিয়েছে। এগুলো সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: