গোপালপুরে নদীতে মাছ ধরতে নেমে বৃদ্ধা নিখোঁজ

নদীতে মাছ ধরতে নেমে বৃদ্ধ নিখোঁজ টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বেলুয়া গ্রামের ঝিনাই নদীতে, মাছ ধরতে নেমে হযরত আলী (৬০) নামক এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। নিখোঁজ হযরত আলী মাদারজানি পশ্চিমপাড়া গ্রামের এরফাস আলীর পুত্র। জানা যায়, বুধবার (১২ অক্টোবর) সন্ধ্যায় প্রতিদিনের মতোই প্রতিবেশী গনি মিয়াকে সাথে নিয়ে, হাত দিয়ে খুঁজে মাছ ধরতে ঝিনাই নদীতে নামেন তিনি।
হযরত আলীর পুত্র মোঃ রুবেল হোসেন জানান, বাবা প্রতিদিনের মতো বুধবার সন্ধ্যায় ঝিনাই নদীতে মাছ ধরতে নামেন, হাত দিয়ে মাছ খোঁজার সময় মাছ রাখার পাতিলটি ভেসে নদীর আরেক প্রান্তে চলে যায়, এসময় পাতিল আনতে সঙ্গী গনির মিয়ার থেকে টর্স লাইট নিয়ে নদীর অপরপ্রান্তে যাওয়ার পর থেকেই নিখোঁজ তিনি।
এসময় গনি মিয়ার ডাক চিৎকারে স্থানীয়রা এসে খোঁজাখুঁজি করলেও তার সন্ধান মেলেনি, খবর পেয়ে বৃহস্পতিবার সকাল আটটা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঝিনাই নদীতে উদ্ধার অভিজান চালাচ্ছে।
টাঙ্গাইল ফায়ার স্টেশনের ইন্সপেক্টর মো. জাহাঙ্গীর আলম জানান, ফায়ার সার্ভিসের ২ দুই দুপুরি সহ ৪ জন সদস্য মিলে ৪ ঘন্টা যাবৎ এক কিলোমিটার নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করে লোককে কি খুঁজে পাওয়া যায়নি। ঐ পরিবারদের সাথে আমাদের যোগাযোগ রয়েছে খবর দেওয়া মাত্রই আমরা আবার অভিযান পরিচালনা করব।
সালাউদ্দিন/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: