ধামইরহাটে ১৫ শিক্ষার্থীকে কুরআন শরীফের ছবক প্রদান

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২২, ০৩:৪০ পিএম

রেজুয়ান আলম, ধামইরহাট (নওগাঁ) থেকে: নওগাঁর ধামইরহাটে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় ১৫জন শিক্ষার্থীকে পবিত্র কুরআন শরীফের ছবক প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার আবিলাম জামে মসজিদে এ ছবক প্রদান করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ১নম্বর ধামইরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটিএম বদিউল আলম।

এছাড়াও উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. তোফাজ্জল হোসেন, এমসি রবিউল ইসলাম, সমাজসেবক মো. সাদেকুল ইসলাম, আলহাজ্ব নজরুল ইসলাম, প্রশিক্ষক মো. আমানুর রহমান, মমিনুর রহমান, কীটনাশক ব্যবসায়ী মুক্তারুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: