বাংলাদেশের ভেতরে ঢুকে কৃষককে পেটালো বিএসএফ

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২২, ০৫:৫৮ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশের ভিতরে অনুপ্রবেশ করে এক কৃষককে পিটিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ভুক্তভোগী কৃষকের নাম এসলাম আলী (৬৫)। গতকাল বুধবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার উপজেলার মাসুদপুর সীমান্তের বাংলাদেশ ভূখণ্ডের দশবিঘি এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কৃষক উপজেলার মুন্নাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহত কৃষক এসলামের ভাষ্যমতে, বাংলাদেশ ভূখণ্ডের দশবিঘি এলাকায় নিজের জমিতে তিনি পাট কাটতে গিয়েছিলেন। এ সময় সীমান্তের ওপারের ভারতের সভাপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাংলাদেশের সীমান্তে অনুপ্রবেশ করে রাইফেলের বাট দিয়ে তাকে পেটাতে থাকেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

তবে সেখানেও অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া। তিনি বলেন, আহত কৃষককে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তার ব্যক্তির ছেলেকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পাশাপাশি সীমান্তে টহল জোরদার করা হয়েছে। বিজিবির এ অধিনায়ক আরও বলেন, এ ঘটনায় বিএসএফকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। ব্যাখ্যা চেয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো জানিয়েছি আমরা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: