গোপালপুরে নিখোঁজের পর নদীতে বৃদ্ধের ভাসমান লাশ

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২২, ০৮:৩৭ পিএম

টাঙ্গাইলের গোপালপুরে ঝিনাই নদীতে মাছ ধরতে নেমে নিখোঁজ হওয়ার পরের দিন হযরত আলী (৬০) নামে এক বৃদ্ধের ভাসমান লাশ পাওয়া গেছে। সে আলমনগর ইউনিয়নের মাদারজানী পশ্চিমপাড়ার মৃত এফাস আলীর ছেলে। বৃহস্পতিবার বিকালে বেলুয়া বাজার সংলগ্ন নদীতে তার মরদেহ ভেসে উঠে। এর আগে বুধবার সন্ধ্যায় একই স্থানে মাছ ধরতে নেমে সে নিখোঁজ হয়।

স্থানীয়রা জানায়, নিহত বৃদ্ধ প্রায় প্রতি সন্ধ্যারাতে ঝিনাই নদীতে নেমে হাত দিয়ে মাছ ধরেন। বুধবার সন্ধ্যায় সে প্রতিবেশী গনি মিয়াকে সাথে নিয়ে বেলুয়া বাজার সংলগ্ন নদীতে মাছ ধরতে নামে। এ সময় সঙ্গে থাকা মাছ রাখার পাত্র (পাতিল) স্রোতের ধারে ভেসে নদীর মাঝে চলে যায়। হযরত আলী পাতিলটি আনতে গণি মিয়াকে রেখে সাঁতার কেটে মাঝনদীতে গিয়ে নিখোঁজ হন। নিখোঁজ বৃদ্ধের পুত্র রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

খবর পেয়ে স্থানীয়রা গভীর রাত পর্যন্ত নদীতে নেমে তার সন্ধ্যান করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে সন্ধ্যান কাজে যোগদান করেন। বৃহস্পতিবার বিকালে স্থানীয়রা নদীতে তার মরহেদ ভাসতে দেখে বাড়ীতে খবর দেয়। স্বজনরা এসে মরদেহ উদ্ধার করেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: