তাড়াশে ”কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্য প্রতিরোধ” শীর্ষক পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত

ছবি - প্রতিনিধি
সিরাজগঞ্জে তাড়াশে জাতীয় সংসদ সচিবালয় ইউএনএফপিএ এবং তাড়াশ উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে দিনব্যাপী কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্য বিবাহ প্রতিরোধ শীর্ষক পরামর্শ বিষয়ক কর্মশালাঅনুষ্ঠিত। বৃহস্পতিবার(১৩অক্টোবর) উপজেলা পরিষদের মিলায়তনে ”কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধ” শীর্ষক পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. আব্দুল আজিজের সভাপতিত্বে এ সময় অনলাইনে ওই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হইপ এবং আহব্বায়ক জনসংখ্যা বহুমাত্রিক ও যুব উন্নয়ন সাব কমিটির বিএপিডিপিডি মাহবুব আরা বেগম গিনি এমপি। দিনব্যাপী কর্মশালায় আরও উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ এর জেলা প্রসাশক, ড. ফারুক আহম্মদ, তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত ইউএনও তৃপ্তি রানী কনা মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার,পুঁজা উদযাপন পরিষদের সভাপতি রজত ঘোষ স্কুল ছাত্রী হিমু সরকার প্রমুখ।
উল্লেখ্য দিন ব্যাপী উক্ত কর্মশালায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পরিবার পরিকল্পনা অফিসের বিভিন্ন সদস্যবৃন্দ, কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি, শিক্ষক,ছাত্রী, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আশরাফুল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য: