শরৎকালে ঘন কুয়াশায় ঢাকা পরেছে পঞ্চগড়

পঞ্চগড়ে গত দুদিন ধরে ভোর রাত থেকে সকালে পড়ছে শীতকালের মত কুয়াশা। শরৎকালেও শীতের মত ঘন কুয়াশায় ঢেকে গেছে পঞ্চগড়। শুক্রবার ভোর রাত থেকে সকাল পর্যন্ত শিশিরের মত কুয়াশা পড়ছে। ধোঁয়া ধোঁয়া কুয়াশার মাখামাখিতে ভোর থেকে সকাল পর্যন্ত পঞ্চগড়ে এখন অন্যরকম প্রাকৃতিক পরিবেশ বিরাজ করছে। কুয়াশা মাখা মনোরোম পরিবেশ উপভোগ করতে উচ্ছসিত হচ্ছেন পঞ্চগড়বাসী। ঋতু পরিক্রমায় শরৎকালের শুরুতেই পঞ্চগড়ে কুয়াশায় ডুবছিল পঞ্চগড়। গ্রামাঞ্চলের দিকে বেশি কুয়াশা পড়তে দেখা যাচ্ছে। এতে করে গ্রামাঞ্চলে ধানক্ষেতে পড়ছে শিশির। ভোর থেকে সকাল পর্যন্ত যানবাহনগুলো চলছে হেডলাইট জ্বালিয়ে।
এদিকে তাপমাত্রা কমে গিয়ে ২১ ডিগ্রির ঘরে নেমে এসেছে। আজ সকাল ছয়টায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ২১ দশমিক ৫ ডিগ্রী রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। সপ্তাহ জুড়ে ৩০ থেকে ৩১ ডিগ্রীতে উঠানামা করছে। তবে বৃষ্টি হলে তাপমাত্রা ২৮ ডিগ্রীতে নেমে আসে।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান আগামি সপ্তাহে তাপমাত্রা আরও কমে যেতে পারে। ধীরে ধীরে শীতের তীব্রতা শুরু হবে অক্টোবরের শেষের দিকে। কুয়াশার স্থায়িত্যও বেড়ে যাবে। তবে বৃষ্টি না হলে দিনের বেলায় থাকবে গরম। বর্তমানে ধোয়া ধোয়া কুয়াশা পড়ছে তবে সামনের দিনগুলোতে কুয়াশা বেড়ে যেতে পারে। দিনে গরম রাতে ঠান্ডা পরিবেশ ভোরে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া চলছে পঞ্চগড়ে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: