বঙ্গোপসাগরে জাহাজডুবি: দুই জনের লাশ উদ্ধার

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২২, ১২:৪৮ পিএম

চট্টগ্রামে বঙ্গোপসাগরের বহির্নোঙরে ‌‘এমভি সুলতান সানজা’ নামে একটি পাথরবাহী লাইটার জাহাজডুবির ঘটনায় দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।আজ শুক্রবার (১৪ অক্টোবর) সকালে লাশ উদ্ধার করেন কোস্টগার্ডের সদস্যরা। তাদের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় এখনও চার জন নিখোঁজ রয়েছেন।

কেস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমাণ্ডার ক্যাপ্টেন কাজী শাহ আলম বিষয়টি নিশ্চিত করে। তিনি জানান, বঙ্গোপসাগরের বহির্নোঙরে গত বুধবার (১২ অক্টোবর) বিকাল ৩টায় ‘এমভি সুলতান সানজা’ নামে পাথরবাহী লাইটার জাহাজ ডুবে যায়। ওই জাহাজের নাবিকসহ ছয় জন নিখোঁজ ছিলেন। আজ সকালে দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। অন্যদের উদ্ধারে চেষ্টা করছে কোস্টগার্ড।

উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার (১১ অক্টোবর) রাত দেড়টার দিকে কর্ণফুলী নদীর ইছানগর সি-রিসোর্স ডকইয়ার্ড ঘাট সংলগ্ন এলাকায় ‘এফবি মাগফিরাত’ ডুবে যায়। এতে সাত জন নিখোঁজ হন। এ ঘটনায় বুধবার দিবাগত রাতে ও বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে নদীর নতুন সেতু ও পতেঙ্গা এলাকা থেকে মোট ৪ জনের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: