সুখবর দিলেন পূর্ণিমা

অনেকদিন ধরেই সিনেমার শুটিংয়ে ক্যামেরার সামনে দাঁড়াননি জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। সেই বিরতি অবশেষে ভাঙছে। রবিবার (১৬ অক্টোবর) থেকে নতুন ছবির শুটিং শুরু করবেন এ অভিনেত্রী। জানা গেছে, ‘আহারে জীবন’ নামের সিনেমার শুটিংয়ে যোগ দেবেন পূর্ণিমা। এটি পরিচালনা করেছেন ছটকু আহমেদ। সরকারি অনুদানে নির্মিত হচ্ছে সিনেমাটি।
সিনেমায় অভিনয় প্রসঙ্গে পূর্ণিমা বলেন, 'এই সিনেমার গল্প শুনে ভালো লেগেছে। তাছাড়া ছটকু ভাই একজন অভিজ্ঞ পরিচালক। সালমান শাহকে নিয়ে তার নির্মিত দুটি সিনেমা, সত্য নয় মিতা, বুক ভয় আগুন দর্শকদের কাছে জনপ্রিয়। এমন প্রতিভাবান পরিচালকের ছবিতে কাজ করতে পারাটা রোমাঞ্চকর। '
তিনি আরও বলেন, 'এই ছবিতে আমার বন্ধু ফেরদৌসও আছেন। ইতিমধ্যেই যোগ দিয়েছেন সুচরিতা ম্যাডাম। সব মিলিয়ে আশা করছি ভালো একটি সিনেমা হবে।' এছাড়াও রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে প্রথম পর্বের শুটিং হবে বলা জানা গেছে। চলবে টানা কয়েকদিন।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: