যুক্তরাজ্যের নতুন অর্থমন্ত্রী জেরেমি হান্ট

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২২, ০৯:২৮ পিএম

সাবেক পররাষ্ট্র সচিব জেরেমি হান্ট যুক্তরাজ্যের নতুন অর্থমন্ত্রী হয়েছেন। রাজনৈতিক চাপ ও বাজারের অস্থিরতার মধ্যে কোয়াসি কোয়াটেং বরখাস্ত হওয়ার পর হান্ট তার স্থলাভিষিক্ত হলেন। শুক্রবার (১৪ অক্টোবর) দেশটির প্রধানমন্ত্রী লিজ ট্রাসের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে আজ (শুক্রবার) যুক্তরাজ্যের অর্থমন্ত্রীর পদ থেকে কোয়াসি কোয়াতেংকে বরখাস্ত করেন প্রধানমন্ত্রী লিজ ট্রাস। চ্যান্সেলর হিসেবে দায়িত্ব নেওয়ার ছয় সপ্তাহেরও কম সময়ের মধ্যে তাকে বরখাস্ত করা হয়। দায়িত্ব নেওয়ার পর মিনি বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী। এর ফলে যুক্তরাজ্যের অর্থনৈতিক অবস্থার পতন ঘটে।

এরপর ডলারের বিপরীতে ব্রিটিশ পাউন্ডের দাম রেকর্ড কম। এই মিনি বাজেটের প্রভাবে দেশে মর্গেজের দামও বৃদ্ধি পায়। এমন পরিস্থিতির কারণে মাত্র ছয় সপ্তাহের মধ্যে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। সূত্র - বিবিসি

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: