ময়মনসিংহে বাঁশের লাঠি ও রডসহ বিএনপির চার কর্মী আটক

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২২, ০৭:২২ পিএম

শনিবার (১৫ অক্টোবর) ময়মনসিংহে বিএনপির মহাসমাবেশে আসার পথে বিপুল পরিমান বাশের লাঠি ও রডসহ বিএনপির চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, পাগলা থানা এলাকার মনির হোসেনের ছেলে সোহেল মিয়া (১৯), সুনিল চন্দ্র মজুমদারের ছেলে রনজিত মজুদদার (১৯), সেলিম মিয়ার ছেলে রাকিব মিয়া (২০) ও মৃত তৈয়ব আলীর ছেলে মো. সাফাতুল্লা (৪৫)।

শনিবার (১৫ অক্টোবর) ভোররাতে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকার মশাখালী এলাকায় একটি সিএনজিতে তল্লাসী করে তাদের গ্রেফতার করা হয়।

পাগলা থানার ওসি (তদন্ত) সুমন চন্দ্র রায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেফতাকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, উর্ধ্বতন নেতাদের নির্দেশে তারা নাশকতার উদ্দেশ্যে ১৪০ টি বাশের লাঠি ও রড নিয়ে সমাবেশে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: