পঞ্চগড়ে নৌকাডুবি, নিহতদের শান্তি কামনায় প্রার্থনা

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২২, ১০:০৪ পিএম

পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীর আউলিয়ার ঘাট এলাকায় নৌকা ডুবির ঘটনায় নিহতদের শান্তি কামনায় বিশেষ প্রার্থনা, স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার পাঁচপীর ইউনিয়নের মদনহার সৎসঙ্গ শাখা আশ্রম মন্দিরে জেলা সৎসঙ্গ শাখা এসব কর্মসূচি আয়োজন করেন। সকাল থেকেই পঞ্চগড় ঠাকুরগাঁও ও নীলফামারী জেলার সৎসঙ্গের প্রায় হাজারও নারী পুরুষ সদস্যরা আশ্রম মন্দিরে আড়তি দিয়ে ভক্তি আরাধনা করেন। এ সময় সমবেত প্রার্থনা সহ প্রাতদের আত্মার উদ্দেশ্যে শান্তি কামনা করা হয়।

দেখা গেছে আশ্রম মন্দিরে মন্দিরের পূরোহিত প্রথমে প্রদীপ জ্বালিয়ে দেয়। পরে দশ থেকে বার জন করে নারী দলবেধে মন্দিরের ভিতরে পদার্পন করেন। তিন জেলার নারী পুরুষরা প্রথমে মদনহার আশ্রম মন্দিরে শঙ্খ ফুল, বিভিন্ন ধরনের ফল এবং টাকা দেবতাকে প্রদর্শন করে আড়তি দিয়ে পূজা আর্চনা করেন। এ সময় সকল নারীরা একসাথে উলুধ্বনি দিয়েছেন।

পরে একে একে পার্শবর্তি গ্রামের নারী পুরুষরা পরিবার নিয়ে এসে মন্দিরে আলাদা আলাদা করে পূজা দেয়। তিন জেলার নারীরা এসে মদনহার নারীদের মিলন মেলায় পরিনত আশ্রম মন্দিরের মাঠ।

নৌকা ডুবির ঘটনায় নিহত ও নিখোঁজ ৭২ জনের পরিবারের সদস্যদের হাতে পাবনার হেমায়েতপুর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কেন্দ্রীয় সৎসঙ্গ আশ্রমের সহযোগিতায় ৫ হাজার টাকা, শাড়ি-ধুতি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রী রঞ্জন কুমার সাহা।এর আগে উপজেলার পাঁচপীর ইউনিয়নের মদনহার সৎসঙ্গ শাখা আশ্রম চত্বরে নিহতের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়।

জেলা সৎসঙ্গ শাখার সভাপতি প্রকৌশলী রনজিৎ কুমার বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার হেমায়েতপুর শ্রী শ্রী ঠাকুর অনূকুলচন্দ্র কেন্দ্রীয় সৎসঙ্গ আশ্রমের সাধারণ সম্পাদক শ্রী রঞ্জন কুমার সাহা। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সৎসঙ্গ শাখার সাধারণ সম্পাদক পরেশ চন্দ্র বর্মন, পাঁচপীর ইউনিয়নের চেয়ারম্যান অজয় কুমার রায়, জেলা সৎসঙ্গ শাখার সহ-সভাপতি ও মদনহার সৎসঙ্গ শাখা আশ্রমের সভাপতি জনার্দন চন্দ্র রায় প্রমূখ।

বক্তারা জানান, আসলে নৌকাডুবিতে নিহত পরিবারদের শোক সহিবার মত নয়। আমরা এসেছি শুধু তাদের বেদনাকে ভাগ করে নিতে। ভবিষ্যতে কেন্দ্রীয় আশ্রম মন্দির কমিটি তাদের সাথে রয়েছে বলে আশ্বাস দেন বক্তারা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: