বিশ্বকাপের প্রথম ম্যাচে টস জিতে বোলিংয়ে শ্রীলঙ্কা

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২২, ০৯:৫৭ এএম

আজ রবিবার (১৬ অক্টোবর) উদ্বোধনী ম্যাচে শক্তিশালী শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে নামিবিয়া। এই সহজ সমীকরণ সামনে রেখে গিলংয়ের কার্দিনিয়া পার্কে টস করতে নেমে জয় হয়েছে লঙ্কান অধিনায়ক দাসুন শানাকার। টস জিতেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি। ব্যাটিংয়ে পাঠালেন নাবিমিয়াকে।

ক্রিকেটকে বলা হয় গৌরবময় অনিশ্চিয়তার খেলা। তবে, টি-টোয়েন্টিতে ম্যাচের লাগাম যাদের হাতে থাকবে, শেষ পর্যন্ত জয় তাদেরই। সে কারণে অভিজ্ঞতার মূল্য এখানে অনেক বেশি। সে হিসেবে অভিজ্ঞতা, শক্তি-সামর্থ্য সব বিবেচনায় অবশ্যই ফেবারিট শ্রীলঙ্কা। নামিবিয়াকে হারিয়ে শুভ সূচনা করতে চায় দাসুন সানাকার দল।

প্রথম রাউন্ডের ‘এ’ গ্রুপে শ্রীলঙ্কা ও নামিবিয়ার সঙ্গে অন্য দুই প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও সংযুক্ত আরব আমিরাত।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), ধনঞ্জয়া ডি সিলভা, দানুশকা গুনাথিলাকা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসরাঙ্গা, চামিকা করুণারত্নে, দুশমন্থা চামিরা, দিলশান মাদুশঙ্কা ও মহেশ থেইকা।

নামিবিয়া একাদশ: স্টিফান বার্ড, গেরহার্ড ইরাসমাস (অধিনায়ক), জ্যান নিকোল লোফটি-ইটন, জেজে স্মিট, ডেভিড উইজ, জ্যান ফ্রাইলঙ্ক, জেন গ্রিন (উইকেটরক্ষক), ডিভান লা কক, মাইকেল ভ্যান লিংজেন, বার্নার্ড শোল্টজ ও বেন শিকঙ্গো।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: