চার দিন পর উদ্ধার ছিনতাই হওয়া পুলিশের সরঞ্জাম

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২২, ০৫:১৯ পিএম

সিরাজগঞ্জের মহাসড়ক থেকে রাতের বেলায় মাইক্রোবাস থামিয়ে পুলিশের কাছ থেকে ছিনতাই করা জিনিসপত্র চার দিন পর উদ্ধার করা হয়েছে। রবিবার (১৬ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল।

ঘটনার সাথে জড়িতরা হলো, সিরাজগঞ্জ শহরের রায়পুর উত্তর পাড়ার তুষার আহম্মেদ ওরফে ইউসুফ খাঁন (২২), সয়াধানগড়া মহল্লার আব্দুল মোতালেব হোসেন (২৬), চর মালসাপাড়ার আব্দুল লতিফ খান (২১), শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাসগাঁতি গ্রামের (ভাড়াটিয়া) ওয়াজেদ আলী (৩৪), চক শিয়ালকোল গ্রামের সোহেল রানা (২৮) ও সয়দাবাদ ইউনিয়নের পুর্ব মোহনপুর গ্রামের ইনামুল হক আশিক (১৯)।

উদ্ধার হওয়া জিনিসপত্রের মধ্যে রয়েছে, পুলিশের কাছ ছিনতাই হওয়া হাতকড়া একটি, ওয়াকিটকি একটি, পোশাক একটি, মোবাইল তিনটি, মানিব্যাগ তিনটি, ক্রেডিট কার্ড একটি ও নগদ ছয় হাজার ২০০ টাকা এবং ডাকাতি কাজে ব্যবহৃত দুটি বার্মিজ চাকু ও একটি চাপাতি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: