প্রোগ্রামিং প্রতিযোগিতায় বিজয়ী দলকে কুবির আইসিটি বিভাগের সংবর্ধনা

ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট (আইসিপিসি, এশিয়া) চট্টগ্রাম বিভাগে চ্যাম্পিয়ন দল 'CoU Unpredictable 3207' কে সংবর্ধনা দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগ৷ এ সময় বিজয়ী দলের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়৷
রোববার (১৬ অক্টোবর) দুপুরে আইসিটি বিভাগে এ সংবর্ধনা দেওয়া হয়৷ আইসিপিসি প্রতিযোগিতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হয়ে প্রতিনিধিত্ব করেন বিভাগটির ১২তম ব্যাচের শিক্ষার্থী অনিক চক্রবর্তী, ১৩তম ব্যাচের শিক্ষার্থী রাকিবুল ইসলাম রিয়াদ, ১৪তম ব্যাচের শিক্ষার্থী ইফতেখার নাহিম৷
এ সময় উপস্থিত ছিলেন- বিভাগটির চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুর রহমান৷ এছাড়াও ছিলেন সহযোগী অধ্যাপক দুলাল চক্রবর্তী, সহকারী অধ্যাপক মোঃ শরিফ হোসেন, আমেনা বেগম, প্রভাষক রাকিব হাসান রিয়াদ, মাকসুদুর রহমান, পিন্টু চন্দ্র পাল সহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা৷
বিজয়ী দলের টিম কোচ প্রভাষক মাকসুদুর রহমান বলেন, আমরা আরও নতুন নতুন দল তৈরি করব৷ পরবর্তীতে যাতে সেরা ১০ এর মধ্যে থাকতে পারি৷
বিভাগটির চেয়ারম্যান ড. মো. সাইফুর রহমান বলেন, আমাদের শিক্ষার্থীদের সাফল্যে আমরা খুবই খুশি৷ এখন থেকে সপ্তাহে সাতদিন ২৪ ঘন্টাই বিভাগের প্রোগ্রামিং ল্যাব খোলা থাকবে শিক্ষার্থীদের জন্য৷ ভবিষ্যতের যেকোনো প্রোগ্রামিং প্রতিযোগিতায় সব খরচ বিভাগ থেকে বহন করা হবে৷ প্রোগ্রামিং কনটেস্ট বাধ্যতামূলক করে দেওয়া হবে নতুন ব্যাচগুলোর জন্য যাতে আমরা সেরা দশের মধ্যে আসতে পারি৷
উল্লেখ্য, গত শনিবার (৮ অক্টোবর) রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) বিশ্ববিদ্যালয় পর্যায়ের ১৬৪টি প্রোগ্রামিং দলের ৬৪০ জন প্রতিযোগী অংশ গ্রহণ করে৷ এতে চট্টগ্রাম বিভাগে চ্যাম্পিয়ন হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দলটি৷ একই সাথে ন্যাশনাল র্যাংকিং এ ১৬ তম স্থান দখল করে নেয় তারা৷
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: