প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

জাহাঙ্গীর আলম ভুঁইয়া

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে, ভোটার উপস্থিতি কম

   
প্রকাশিত: ১১:১৬ পূর্বাহ্ণ, ১৭ অক্টোবর ২০২২

সুনামগঞ্জে জেলা পরিষদ নির্বাচনে ১২ ভোট কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে ভোটার উপস্থিতি কম। কোথাও কোনো অপ্রতিকার ঘটনা ঘটেনি। কঠোর নজরদারি রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রশাসন। তবে কোনো কোনো ভোট কেন্দ্রে এক ঘন্টা (৯-১০ টা পর্যন্ত) একটি ভোট পরেছে।

সুনামগঞ্জে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুই হেভিওয়েট প্রার্থীসহ সংরক্ষিত আসনে মহিলা সদস্য পদে ৪টি ও সদস্য পদে পুরুষ ১২টি ওয়ার্ডে ৪৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

নির্বাচনে জেলায় ১২টি কেন্দ্রের ২৪ বুথে ১২২৯ ভোটার ভোট দেবেন ভোটারগন। এর মধ্যে সুনামগঞ্জ জেলার চার পৌরসভার মেয়র ও কাউন্সিলর, ১১ উপজেলার উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান এবং জেলার ৮৮ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করে জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্য নির্বাচিত করবেন। আর তাঁরা সকলেই স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধি।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: