সিরাজগঞ্জে জেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২২, ০৯:০৮ পিএম

সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচন সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোন ধরনের বিশৃঙ্খলা ঘটেনি। আজ সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচন শেষে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ বিজয়ীদের ফলাফল ঘোষণা করেন।

বিজয়ীরা হলেন সাধারণ সদস্য পদে ২নং ওয়ার্ড সদর উপজেলায় জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল হক, ৩ নং ওয়ার্ড কামারখন্দ উপজেলায় ঝাঐল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান, ৪ নং ওয়ার্ড রায়গঞ্জ উপজেলায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুমন সরকার, ৫ নং ওয়ার্ড তাড়াশ উপজেলায় বারুহাস ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম (তাজফুল), ৭ নং ওয়ার্ড শাহজাদপুর উপজেলায় যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুর রহিম, ৮নং ওয়ার্ড বেলকুচি উপজেলায় এনায়েতপুর থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আল-আমিন, ৯ নং ওয়ার্ড চৌহালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা নির্বাচিত হয়েছে। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১নং ওয়ার্ডে মোছাঃ জুঁই পারভীন, ২ নং ওয়ার্ডে মোছাঃ কামরুন্নাহার, ৩নং ওয়ার্ডে মোছাঃ নারগিস খাতুন বিজয়ী হয়েছেন।

জেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম জানান, এর আগে কোন প্রতিদ্বন্দী না থাকায় আব্দুল লতিফ বিশ্বাস নির্বাচিত হয়েছে। এছাড়াও ১ নং ওয়ার্ড কাজিপুর উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মোসলেম উদ্দীন তালুকদার এবং ৬ নং ওয়ার্ড উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: