আবারও জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত অধ্যাপক ইউসুফ খান

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২২, ০৯:৩১ পিএম

শান্তিপূর্ণ পরিবেশে ময়মনসিংহে জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে জেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত আনারস প্রতীকের প্রার্থী অধ্যাপক ইউসুফ খান পাঠান ছাড়াও সাধারণ সদস্য ও মহিলা সদস্য পদের সবক’টিতে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছে। যারা পরাজিত হয়েছেন শান্তিপূর্ণ ভোট গ্রহণে তারাও সন্তুষ্টি প্রকাশ করেছেন। এদিকে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নিবেদিত প্রাণ হয়ে কাজ করার কথা বলছেন বিজয়ী প্রার্থীরা।

সোমবার সকাল ৯টা থেকে শুরু হয়ে চলে দুপুর ২টা পর্যন্ত জেলার ১৩টি কেন্দ্রে ইভিএমএ ভোট গ্রহণ চলে। কোন কোন কেন্দ্রে আড়াইটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। পরে একে একে প্রকাশ করা হয় সব কেন্দ্রের ফলাফল। সকালে ভোটার উপস্থিতি কিছুটা কম দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরার পাশাপাশি একজন ম্যাজিস্ট্রেট, একজন উপ-পরিদর্শকসহ দুইজন পুলিশ সদস্য, চারজন আনসার সদস্য, স্ট্রাইকিং ফোর্স এবং মোবাইল টিম সার্বক্ষণিক নিয়োজিত ছিল। জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অধ্যাপক ইউসুফ খান পাঠান (আনারস) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সোমবার সন্ধ্যায় জেলা রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক (ডিসি) এনামুল হক এ ফলাফল ঘোষণা করেন।

এ নির্বাচনে অধ্যাপক ইউসুফ খান পাঠান (আনারস) পেয়েছেন ১ হাজার ১৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক (চশমা) প্রতীকের প্রার্থী আমিনুল ইসলাম পেয়েছেন ৫৩৬ ভোট| জেলা রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক (ডিসি) এনামুল হক জানান, এ নির্বাচনে মোট ভোটার ছিল ২ হাজার ৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৫৯৮, নারী ভোটার ৪৯১।এছাড়া ময়মনসিংহ সদর উপজেলায় সদস্য পদে আব্দুল্লাহ আল মামুন আরিফ হাতী প্রতীক নিয়ে ৮৯ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আল আমিন আলভী ঘুড়ি প্রতীকে পেয়েছেন ৪৪ ভোট। দু’জনেই আওয়ামীলীগ সমর্তিত।

হালুয়াঘাটে সদস্য পদে অটোরিকশা প্রতীকে ১৫৯ ভোট পেয়ে কাঞ্চন কুমার সরকার নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী মজিুবুর রহমান পেয়েছেন ২ ভোট। কাঞ্চন কুমার সরকার উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক ছিলেন। ধোবাউড়া উপজেলা সদস্য পদে মো. জালাল উদ্দীন সোহাগ বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তিনি টিউবওয়েল প্রতিকে ৭২ ভোট পেয়েছেন। অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক জেলা পরিষদ সদস্য ডাঃ আসাদুজ্জামান আকন্দ সাগর পেয়েছেন ২২ ভোট। দুজনেই আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী ছিলেন।

তারাকান্দা উপজেলা সদস্য পদে তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেজবা উল আলম চৌধুরী হাতি প্রতীকে ৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তারাকান্দা উপজেলার তাঁতী লীগের সভাপতি সায়ের আলমগীর সরকার তালা প্রতীক পেয়েছেন ৪৩ ভোট। ত্রিশালে হাতী প্রতীক নিয়ে ৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. আব্দুল্লাহ আল মামুন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আশরাফুল আলম সজিব তালা প্রতীক নিয়ে পেয়েছেন ৫২ ভোট।

ভালুকায় হাতী প্রতীক নিয়ে ৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোস্তফা কামাল। তার নিকটতম পলাশ মানিক (টিউবওয়েল) প্রতীক নিয়ে পেয়েছেন ৭২। ফুলবাড়িয়া উপজেলা সদস্য পদে ডা. মো. কামরুজ্জামান জামান তালা প্রতীক নিয়ে ১১২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যাডভোকেট মো. মফিজ উদ্দিন মন্ডল টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৭০ ভোট।

গৌরীপুরে হাতী প্রতীক নিয়ে ৬৩ ভোট নিয়ে বিজয়ী হয়েছেন মোহাম্মদ গোলাম সামদানী খান সুমন। তালা প্রতীক নিয়ে ৪০ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল কাদির। ফুলপুরে টিউবওয়েল প্রতীক নিয়ে ৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আবু বক্কর সিদ্দিক বাহার। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুক আহমেদ সরকার হাতী প্রতীক নিয়ে পেয়েছেন ৪৪ ভোট।

ঈশ্বরগঞ্জে আবু বকর সিদ্দিক দুলাল ভূঁইয়া (তালা) প্রতীক নিয়ে ১৩৯ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর ‍নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মতিন (টিউবওয়েল) প্রতীক নিয়ে পেয়েছেন ২০ ভোট। নান্দাইলে সদস্য পদে তালা প্রতিক নিয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন আবু বক্কর ছিদ্দিক বাহার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ খায়ছারুল আলম ফকির (টিউবওয়েল)।

এর আগে মুক্তাগাছা এবং গফরগাঁওয়ের সাধারণ সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সদস্য বিজয়ী হন। একজন সংরক্ষিত নারী সদস্যও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নারী সদস্য পদে বিজয়ী হয়েছেন আরজুনা কবীর, সালমা বেগম, আসমা উল হুসনা শিমুল এবং ফারজানা শারমিন বিউটি। নির্বাচিত সকলেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। আওয়ামী লীগ মনোনীতি আনারস প্রতীকের বিজয়ী চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক ইউসুফ খান পাঠান বলেন, উন্নয়ণের ধারা অব্যাহত রাখতে সকলকে নিয়ে আবারও কাজ করা হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: