গোপালপুরে দ্বিতীয়বারের মতো জেলা পরিষদের সদস্য হলেন রফিকুল ইসলাম

টাঙ্গাইলের গোপালপুরের জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে এস এম রফিকুল ইসলাম রফিক হাতি প্রতীকে ৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ ফেরদৌস ওয়াহিদ রিপন টিউবওয়েল প্রতীকে ৩২ ভোট পেয়েছেন এবং মো. শহিদুল ইসলাম তালা প্রতীকে ০৫ ভোট পেয়েছেন।
নির্বাচনে সদস্য পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে। এরা হলেন সাবেক জেলা পরিষদের সদস্য এস এম রফিকুল ইসলাম রফিক (হাতি) প্রতীকে নিয়ে, গোপালপুর কলেজের সাবেক জিএস শেখ ফেরদৌস ওয়াহিদ রিপন (টিউবওয়েল) প্রতীক নিয়ে, মো.শহিদুল ইসলাম (তালা) প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিজ্ঞা করছেন। এছাড়াও ধনবাড়ি, মধুপুর, গোপালপুর উপজেলার সংরক্ষিত মহিলা সদস্য পদে টাঙ্গাইল জেলা পরিষদের সাবেক সদস্য মোছাঃ মাহমুদা খাতুন বিজয়ী হয়েছেন।
এর আগে সোমবার সকাল ৯টা থেকে ইভিএমের মাধ্যমে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত। দুপুরে ফল গণনা শেষে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. ইমরুল হাসান, হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চবিদ্যালয়ের কেন্দ্র থেকে ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে পুলিশ, র্যাব, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত ছিল।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: