নির্বাচিত চেয়ারম্যান স্বচ্ছতা ও সততার সাথে কাজ করবেন, প্রত্যাশা মাশরাফির

নড়াইল জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী জেলা আ.লীগের সভাপতি সুবাস চন্দ্র বোসের কাছে স্বচ্ছতা ও সততার আশা করেছেন নড়াইল-২ আসনের (লোহাগড়া ও সদরের একাংশ) সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। সোমবার রাতে নিজের ফেসবুকে পোস্ট দিয়ে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে সোমবার নির্বাচনে আ. লীগ মনোনীত প্রার্থী সুবাস চন্দ্র বোস (আনারস) ২৬০ ভোট পেয়ে জয়লাভ করেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ‘বিদ্রোহী’ প্রার্থী লোহাগড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির লিটু (মোটরসাইকেল) পেয়েছেন ১৭৮ ভোট। এ ছাড়া আরেক ‘বিদ্রোহী’ প্রার্থী জেলা পরিষদের সদ্য সাবেক প্রশাসক শেখ মো. সুলতান মাহমুদ বিপ্লব (চশমা) ১১৩ ভোট পেয়েছেন।
বিজয়ী চেয়ারম্যান সুবাস চন্দ্র বোসের নির্বাচনী পোস্টারের একটি ছবি দিয়ে ফেসবুকে মাশরাফি লিখেছেন, অভিনন্দন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। অভিনন্দন এ্যাড.সুবাস চন্দ্র বোস সভাপতি, নড়াইল জেলা আওয়ামীলীগ এবং সদ্য নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান। এই বিজয় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার। এই বিজয় নড়াইল জেলা আওয়ামী লীগের সকল নেতা কর্মীর।
ধন্যবাদ জানাই নড়াইল জেলা আওয়ামীলীগ কে এবং এর সহযোগী সংগঠনের সাথে সংশ্লিষ্ট সবাইকে যারা মাননীয় প্রধানমন্ত্রীর মনোনয়নের উপর আস্থা রেখে দীর্ঘ একমাস অক্লান্ত পরিশ্রম করেছেন।
বিশেষ ভাবে ধন্যবাদ জানাই কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রদ্ধেয় নেতৃবৃন্দদের। নড়াইল জেলা পরিষদ নির্বাচন কে নিয়ে আপনাদের উপস্থিতি আমাদের জেলার দলীয় নেতা কর্মীদের কে দারুনভাবে উজ্জীবিত করেছে। তারই কারনে আমরা দলীয় প্রার্থী কে জয়ী করতে পেরেছি।
সর্বশেষ আমি ধন্যবাদ জানাতে চাই জেলা পরিষদ নির্বাচনে ভোট দানকারী আমাদের জেলার সম্মানিত মেয়ার, কাউন্সিলর, উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা), সকল চেয়ারম্যান এবং মেম্বারদের যাদের মূল্যবান ভোটের মাধ্যমে আমরা আওয়ামীলীগ কর্তৃক মনোনীত প্রার্থী কে জয়ী করতে পেরেছি।
আমি আশা করছি নির্বাচিত চেয়ারম্যান মহোদয় স্বচ্ছতা, সততার এবং জেলার উন্নয়নের স্বার্থে কাজ করে নড়াইল জেলা কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: