বগুড়ায় রেস্টুরেন্টে পচা মাংস, জরিমানা

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২২, ০৭:২৫ পিএম

বগুড়ায় জামন ক্যাফে এন্ড রেস্টুরেন্ট নামের এক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেখানে পঁচা মাংস সংরক্ষণ ও মেয়াদোত্তীর্ণ পাওরুটি পাওয়ায় জরিমানা করা হয়। আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেলে সদরের সুবিল এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া কার্যালয়ে সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। এ সময় জামন ক্যাফে এন্ড রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসব তথ্য নিশ্চিত করে ইফতেখারুল আলম রিজভী বলেন, সদরের সুবিল এলাকায় খাবারের দোকানগুলোতে অভিযান পরিচালনা করা হচ্ছিল। এসময় জামন ক্যাফে এন্ড রেস্টুরেন্টে পচা মাংস ও মেয়াদোত্তীর্ণ পাওরুটি পাওয়া যায়। এই রুটিগুলো দিয়ে বার্গারজাতীয় খাদ্য প্রস্তুত করে তারা। একারণে ওই রেষ্টুরেন্টকে জরিমানা করা হয়েছে। অভিযানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: