দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২২, ০১:২৫ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে নিজেদের প্রথম ম্যাচে ২৪ অক্টোবর মাঠে নামবে বাংলাদেশ। তার আগে শেষবারের মতো ঝালিয়ে নেওয়ার জন্য আজ নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে সাকিবের দল।

বুধবার (১৯ অক্টোবর) ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। এর আগে ইনজুরির কারণে প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামতে পারেননি দলের টপঅর্ডার ব্যাটার লিটন দাস। প্রথম প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় মুখ থুবড়ে পড়ে বাংলাদেশ। এবার ব্যাটিং শক্তি বাড়াতে বুধবারের ম্যাচে যুক্ত হতে পারেন লিটন। কারণ ইতোমধ্যে লিটন ইনজুরি সেরে ফিট হয়ে ফিরেছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

এদিকে, দ্বিতীয় ম্যাচেও পেস আক্রমণে দেখা নাও যেতে পারে মোস্তাফিজুর রহমানকে। কারণ কাটার মাস্টারের চাইতে তরুণ পেসার হাসান মাহমুদ বেশ ভালো করছেন বলে জানিয়েছেন বিশ্লেষকরা। তবে প্রোটিয়াদের বিপক্ষে তাসকিন-হাসানের সঙ্গী হতে পারেন এবাদত হোসেন।

অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেটে পেসার এবাদতকে পরখ করে নেওয়ার এখনই সুযোগ। হয়তো তুরুপের তাস হয়ে যেতে পারেন টেস্টের নিয়মিত এ তারকা। আফগানিস্তানে বিপক্ষে খেলা একাদশে এ দুটি পরিবর্তনই আনা হতে পারে দ. আফ্রিকার বিপরীতে এই ম্যাচে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), ইয়াসির আলী রাব্বি, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: