আগামী ১০ ডিসেম্বর বিএনপিকে গৃহবন্দী করবে আ.লীগ

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২২, ০৪:২৭ পিএম

কোনো বিদেশি শক্তি কাউকে ক্ষমতায় বসাতে পারবে না, দেশের জনগণই তাদের ক্ষমতায় বসাবে। ১০ ডিসেম্বরকে ভয় দেখিয়ে লাভ নেই, ডিসেম্বর বিজয়ের মাস, আর এই বিজয় আওয়ামী লীগের, বিএনপির নয়। লাখ লাখ মানুষ পতাকা নিয়ে রাস্তায় নামবে। বুধবার (১৯ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি আয়োজিত আলোচনা সভায় আওয়ামী লীগ নেতারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতারা ১০ ডিসেম্বর বিএনপিকে গৃহবন্দি করে রাখার হুমকি দিয়ে বলেন, ভোট ছাড়া অন্য কোনোভাবে ক্ষমতায় আসার স্বপ্ন দেখা অর্থহীন। ১০ ডিসেম্বরের পর বেগম জিয়ার কথায় দেশ চলবে- বিএনপি নেতাদের বক্তব্যের জবাবে এসব কথা বলেন আ.লীগ নেতারা।

ক্ষমতাসীন দলের নেতারা হুশিয়ারী দিয়ে বলেন, ১০ ডিসেম্বর আওয়ামী লীগ দেশ ছাড়বে না, তবে ওই দিন বিএনপিকে গৃহবন্দি করা হবে। ভোট ছাড়া ক্ষমতা হস্তান্তরের কোনো উপায় নেই। শেখ হাসিনার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হবে। এ সময় দলটির সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান বলেন, অন্ধকারের গোপন পথ ধরে কেউ ক্ষমতায় আসার স্বপ্ন দেখলে তা হবে দিবাস্বপ্ন।

এ সময় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ৭১ সালের পরাজিত শক্তি বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। আওয়ামী লীগকে ভয় দেখিয়ে লাভ নেই। কোনো বিদেশি শক্তি কাউকে ক্ষমতায় বসাতে পারবে না, দেশের জনগণই তাদের ক্ষমতায় বসবে। ডিসেম্বর থেকে পতাকা নিয়ে রাজপথে নামবেন বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: