মেয়াদউত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ফার্মেসী মালিককে জরিমানা

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২২, ০৬:৫১ পিএম

জামালপুরের দেওয়ানগঞ্জে ফার্মেসিতে মেয়াদউত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ফার্মেসী মালিককে জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুন্নাহার শেফার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মোবাইল কোর্ট পরিচালিত করে এ জরিমানা করা হয়।

আজ বুধবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার বেলতলী বাজারের ফার্মেসীগুলোতে অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রকার মেয়াদউত্তীর্ণ ঔষধ পাওয়া যায়। এসময় মেয়াদউত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইনের ধারায় এক ফার্মেসী মালিককে ১২,০০০/- (বার হাজার) টাকা জরিমানা করা হয়।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কামরুন্নাহার শেফা জানান, ঔষধ হচ্ছে মানুষের জীবন রক্ষাকারি একটি পণ্য। বিক্রেতারা যদি এই পণ্যের মেয়াদের ব্যাপারে উদাসীন থাকে মেয়াদউত্তীর্ণ ঔষধ বিক্রি করে তাহলে মানুষের মারাত্মক ক্ষতি হতে পারে। এমনি প্রাণহানীও ঘটতে পারে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: