‘বাংলাবান্ধা দিয়ে ভারত যাতায়াত চালু করা হবে’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, দুই দেশের সম্মতিতে পঞ্চগড়ের বাংলাবান্ধায় খুব শিঘ্রই আলোচনার মাধ্যমে আবারও ভারতে যাতায়াত শুরু হবে। আমরা একসাথে চলবে একসাথে উন্নয়নের গান গাইবো। বিজিবি বিএসএফ’র আজকের এই যৌথ প্যারেড ভাতৃপ্রতিম যে দুই দেশ চলছে তারই একটা স্বাক্ষর রেখেছে। আমি মনে করি বন্ধু প্রতিম দেশ হিসেবে আমাদের সম্পর্ক আরও এগিয়ে যাবে। আমরা আশা করি সবাই একসাথে চলবো একসাথে উন্নয়নের গান গাইবো। তিনি আজ বৃহস্পতিবার বিকেলে বাংলাবান্ধায় বিজিবি-বিএসএফ জয়েন্ট রিট্রিট প্যারেডের দর্শক গ্যালারি উদ্বোধন করে এসব কথা বলেন মন্ত্রী।
বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভিসার মাধ্যমে ভারত-বাংলাদেশ যাতায়াতের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, করোনার জন্য এই চেকপোস্ট দিয়ে ভ্রমন ভিসা বন্ধ করেছিলাম। শিঘ্রই কথাবার্তার মাধ্যমে দুই দেশের সম্মতিতে আবারও যাতায়াত শুরু করা হবে।
এর আগে বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি সীমান্তের জিরো পয়েন্টে বিজিবি নবনির্মিত রিট্রিট প্যারেডের দর্শক গ্যালারির শুভ উদ্বোধন করা হয়। পরে পঞ্চগড় ১৮ বিজিবি এবং ভারতের সীমান্ত ভারতের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার বিএসএফ এর জমকালো যৌথ রিট্রিট প্যারেড অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মজহারুল হক প্রধান, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ, এসপিপি, এনএসডাব্লিউসি, এএফডাব্লিউসি, পিএসসি, বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান, ভারতের বিএসএফ নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার, শিলিগুড়ির আইজি শ্রী অজয় সিং পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদাসহ প্রশাসনের কর্মকর্তা, বিজিবি-বিএসএফের কর্মকর্তারা, জনপ্রতিনিধিসহ উভয় দেশের দর্শকরা উপস্থিত ছিলেন।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: