প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৩

   
প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ, ২১ অক্টোবর ২০২২

বগুড়া শেরপুরের গাড়িদহ ইউনিয়নের ট্রাকের চাপায় ভ্যান যাত্রী ৪ বছরের এক শিশু নিহত হয়েছে। তাৎক্ষণিক নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আরো দুই জন আহত হয়েছে। আহতরা হলেন পারভিন আক্তার (৩০) ও ওমর ফারুক (৪০)।

শুক্রবার (২১ অক্টোবর) সকাল সাড়ে দশটায় শেরপুর মহিপুর ডেইরি ফার্ম এর সামনে এ ঘটনা ঘটে। জানা যায়, নিহত ও আহতরা গাড়িদহ স্ট্যান্ড থেকে মহিপুর বাজারে ভ্যানে চড়ে আসছিলেন। এসময় ডেইরি ফার্মের সামনে পৌঁছালে বগুড়াগামী একটি অজ্ঞাত নামা ট্রাক তাদেরকে চাপা দেয়।

এতে শিশুটি ঘটনাস্থলেই নিহত হয়। শেরপুর ফায়ার সার্ভিস ওয়ারহাউজ সিভিল ডিফেন্স নাদির হোসেন জানান, আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জয়নাল আবেদীন জানান, ট্রাকটি চাপা দিয়ে পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। এবং লাশটি আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তুহিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: