আজ প্রতিবেশীদের লড়াই দিয়ে বিশ্বকাপের মূলপর্ব শুরু

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২২, ১০:২৭ এএম

জিম্বাবুয়ে-স্কটল্যান্ডের ম্যাচ দিয়ে গতকাল শুক্রবার (২১ অক্টোবর) শেষ হয়েছে বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা। আজ শনিবার (২২ অক্টোবর) সেরা ১২ দল নিয়ে সুপার টুয়েলভ পর্ব মাঠে গড়াচ্ছে। যেখানে বাংলাদেশ সময় দুপুর ১টায় সিডনিতে দুই প্রতিবেশি দেশ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড।

এখন প্রর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটে একে অপরের বিপক্ষে মোট ১৫টি ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। তাতে অস্ট্রেলিয়ার ১০ জয়ের বিপরীতে ৫টি ম্যাচ জিতেছে নিউজিল্যান্ড। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়েই ট্রফি নিজদের করে নেয় অজিরা।

তবে প্রতিবেশীদের লড়াইয়ে বাগড়া দিতে পারে বৃষ্টি। জনপ্রিয় ক্রিকেট গণমাধ্যম ইএসপিএনক্রিকইনফোর তথ্যমতে, ম্যাচের সময় সিডিনিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৯০ শতাংশ। এমনটা হলে পয়েন্ট ভাগ করতে হতে পারে বিশ্বকাপের অন্যতম ফেভারিট দুই দলকে।

দিনের আরেক ম্যাচে বাংলাদেশ সময় বিকাল ৫ টায় আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। পার্থ স্টেডিয়ামের ম্যাচটি অনুষ্ঠিত হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: