নিরাপদ সড়ক দিবস উপলক্ষে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের র্যালি ও আলচনা সভা

‘গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’ এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়েথানা পুলিশের উয্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২২ অক্টোবর) সকালে হাটিকুমরুল হাইওয়ে থানা থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি হাটিকুমরুল গোলচত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হাইওয়ে থানায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, হাটিকুমরুল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এ. এম. বদরুল কবির, হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক অনিক মাহমুদসহ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা নিরাপদ সড়ক গড়ে তুলতে চালকদের পাশাপাশি সবাইকে সচেতন হতে অনুরোধ জানান।
সালাউদ্দিন/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য: