নেত্রকোনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২২, ০৫:৩৭ পিএম

আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণা জেলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২২পালিত হয়। এ উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‍্যালী জেলার মোক্তারপাড়া মাঠ থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসন সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব অঞ্জনা খান মজলিশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ফয়েজ আহমেদ, পুলিশ সুপার, নেত্রকোণা ও ডাঃ মোঃ সেলিম মিঞা, সিভিল সার্জন, নেত্রকোণা। সভায় সভাপতিত্ব করেন জনাব আব্দুল্লাহ আল মনসুর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, নেত্রকোণা।

এছাড়াও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিআরটিএ ও অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ, মোটরযান মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক প্রতিনিধিগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: