চাঁদপুরের পদ্মা মেঘনায় ২৬ জেলেকে আটক করেছে নৌ পুলিশ

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২২, ১০:৫৮ পিএম

নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে ইলিশ শিকারের অপরাধে ২৬ জেলেকে আটক করা হয়েছে। শনিবার (২২ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁদপুরের পদ্মা মেঘনার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জাজান, মা ইলিশ রক্ষায় প্রধান প্রজনন অঞ্চল চাঁদপুরের পদ্মা-মেঘনার নৌ সীমানায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমান কারেন্ট জাল ও নৌকাসহ ২৬ জেলেকে আটক করা হয়েছে। আটককৃত ২৬ জেলের মধ্যে ১৪ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা ও বাকী ১২ জেলেকে মৎস্য আইনে মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হবে।

মা ইলিশ রক্ষায় গত ৭ অক্টোবর থেকে চাঁদপুরের পদ্মা-মেঘনার নৌ সীমানায় অভিযান অব্যাহত রয়েছে। জেলেরা যাতে নদীতে মাছ শিকার করতে না পারে, সেজন্য নৌ পুলিশের বিভিন্ন ইউনিট সার্বক্ষণিক টহল দিচ্ছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: