বাল্যবিবাহ, ধর্ষণ ও দুর্নীতিকে শিক্ষার্থীদের লালকার্ড প্রদর্শন

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ধর্ষণ, ইভটিজিং ও বাল্য বিবাহকে ‘না’ বলে শিক্ষার্থীরা লাল কার্ড প্রদর্শন করেছেন। সেই সাথে দূর্নীতি না করার শপথ নিয়েছে তিন শতাধিকের বেশি শিক্ষার্থী।
সোমবার (২৪ অক্টোবর) দুপুরে জেলার তেঁতুলিয়ায় বেগম ফখরুন নেছা ফাযিল মাদরাসায় লাল সবুজ উন্নয়ন সংঘ নামে একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের আয়োজনে এ শপথে অংশ নেয় শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা করে নিজকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে এবং ছেলেরা ২১ ও মেয়েরা ১৮ বছর বয়সের পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ না হতে শপথ করান সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।
এ সময় শিক্ষার্থীরা মাদক, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ধর্ষণ ও দুর্নীতিকে ‘না’ বলে লাল কার্ড প্রদর্শন করেছেন। তবে দেশপ্রেম সত্যবাদিতাকে সবুজ কার্ড প্রদর্শন করেছেন তারা।
স্থানীয় এবং আয়োজকরা জানায়, এটি একটি সচেতনতার চমৎকার উদ্যোগ। এমন কার্যক্রমে শপথ নিতে পেরে খুশি সপথগ্রহন কারী শিক্ষার্থীরা। কখনো মাদক, ইভটিজিং, ধর্ষণের মতো কাজে জড়াবেনা বলে আশাবাদ আয়োজকদের।
শপথ অনুষ্ঠানে বেগম ফখরুন নেছা ফাযিল মাদরাসার অধ্যক্ষ আবু বকরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, মাদ্রাসার উপধাক্ষ্য মনির উদ্দিন, শরীর চর্চা শিক্ষক আব্দুর রশিদ, সহকারী শিক্ষক হারুন অর রশিদ সংগঠক হামিদুল হাসান, আল ফারুক ও সংগঠনের অর্থ বিষয়ক সম্পাদক আদিল মাহমুদ প্রমূখ।
কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল বলেন, লাল সবুজ উন্নয়ন সংঘ একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। কুমিল্লা থেকে স্বেচ্ছায় ভ্রাম্যমাণ রংপুর ও রাজশাহী বিভাগের প্রতিটি জেলায় মাদক বিরোধী কার্যক্রম পরিচালনা করে আসছি। আমরা গত সাড়ে ১১ বছরে এ পর্যন্ত ৩৯ লক্ষ শিক্ষার্থীকে মাদক, বাল্য বিবাহ, ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক শপথ পাঠ করিয়েছি। এ সংগঠনের সদস্যরা সকলে শিক্ষার্থী। তারা তাদের প্রতি মাসের টিফিন থেকে ১০ টাকা বাঁচিয়ে সারা দেশে স্বেচ্ছায় কাজ করছে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: