স্বাক্ষী দিতে না আসায় পুলিশ উপ পরিদর্শকের বেতন ভাতা বন্ধ

পঞ্চগড়ে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে স্বাক্ষী দিতে না আসায় তার বেতন ভাতা বন্ধের নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মতিউর রহমান এই আদেশ দেন।
আদালত সুত্রে জানা যায় পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের কুমার পাড়া এলাকায় জমিজমা সংক্রান্ত জের ধরে ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ শেখ মোজাম্মেল হক বাদী হয়ে গত ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ছয়জনকে আসামী করে মামলা দায়ের করেন। সেই মামলায় তদন্তকারী কর্মকর্তা হিসেবে বোদা থানা পুলিশের উপ পরিদর্শক শহিদুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়।
এরপর আসামিদের হাজির হতে আদালত সমন জারি করেন। আসামিরা জামিনে আছেন। এরই মধ্যে গত পাঁচ বছর মামলার কার্যক্রম আদালতে চলমান থাকা অবস্থায় দুইজন আসামিকে আদালত মামলা থেকে অব্যাহতি দেন একজন আসামির মৃত্যু হয়। মামলার বাদী পক্ষের সাক্ষীদের সাক্ষ্য গ্রহন শেষ হয়েছে। কিন্তু তদন্তকারী কর্মকর্তা শহিদুর রহমান দীর্ঘ দিন থেকে আদালতের আদেশ অমান্য করে স্বাক্ষ্য প্রদানে বিরত রয়েছেন।
এজন্য এই মামলায় দীর্ঘসুত্রিতা বিরাজ করছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) এই মামলার স্বাক্ষ্য প্রদানের জন্য দিন ধার্য্য ছিল কিন্তু তদন্তকারী কর্মকর্তা না আসায় আদালতের বিচারক তদন্তকারী কর্মকর্তা শহিদুর রহমানের বেতন ভাতা বন্ধের আদেশ দিয়েছেন। তবে আদালতে হাজির হয়ে শহিদুর রহমান স্বাক্ষ্য প্রদান করার পর আবার তার বেতন ভাতা চালু করার কথা বলা হয়েছে।
বর্তমানে উপ পরিদর্শক শহিদুর রহমান কিশোরগঞ্জের ভৈরব থানায় কর্মরত রয়েছেন। মুঠোফোনে তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানায় আসলে বদলিজনিত কারনে আদালতে সাক্ষী দিতে পারেন নি। তবে আগামি ১৩ নভেম্বর সাক্ষ্য প্রদান করতে পঞ্চগড়ে আসবেন।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: