উখিয়ায় ক্যাম্পে রোহিঙ্গা নেতা গুলিবিদ্ধ

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২২, ১১:৪৮ পিএম

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ সালাম (৩৫) নামে এক রোহিঙ্গা নেতা (মাঝি) গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬ টার দিকে কুতুপালং ২ নম্বর ক্যাম্পের সি ব্লকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মোহাম্মদ সালাম ওই আশ্রয়শিবিরের ডি ব্লকের বাসিন্দা রশিদ আহমদের ছেলে।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন বাংলাদেশ পুলিশের (এপিবিএন) অধিনায়ক এডিআইজি সৈয়দ হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৮-১০ জনের মুখোশধারী লোক ওই যুবককে গুলি করে হত্যা করে। কী কারণে এ হত্যাকাণ্ড তা নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। একই সঙ্গে জড়িতদের ধরতে বিশেষ অভিযান চলছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: