হাতের কনুই কেটে কৃত্রিম হাতের মধ্যে ইয়াবা পাচার!

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২২, ১১:৩৬ এএম

হাতের কনুইয়ের নিচের অংশ কেটে ফেলে সংযুক্ত প্লাস্টিকের কৃত্রিম হাতের ভেতরের ফাঁকা অংশকে ইয়াবা বহনের মাধ্যম হিসেবে ব্যবহার করে আসছিলেন রানা হাওলাদার (২৬) নামে এক যুবক। মঙ্গলবার (২৫ অক্টোবর) তাকে গ্রেফতার করে হাতিরঝিল থানা পুলিশ। পুলিশ বলছে, সে একজন মাদক কারবারি। তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার এইচ এম আজিমুল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গ্রেফতার হওয়া রানা হাওলাদার হাতের কনুইয়ের নিচের অংশ কেটে প্লাস্টিকের কৃত্রিম হাত লাগিয়ে ইয়াবা বহন করত। হাতের ফাঁকা অংশ ব্যবহার করে গত ৭/৮ বছর ধরে সে ইয়াবা পাচার ও কারবার করে আসছিল। এইচ এম আজিমুল হক জানান, তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ বলছে, এই চক্রে আরও অনেকে আছে তাদের ধরতে অভিযান চলছে। এই চক্রটি মূলত বিনোদন কেন্দ্রগুলোতে মাদক বিক্রি করতো। গ্রেফতার রানার বিরুদ্ধে ঢাকার বাইরে ৩টি মাদক মামলা আছে। বুধবার (২৬ অক্টোবর) সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: