মানুষ কষ্টে থাকলে শেখ হাসিনার ঘুম হয় না: কাদের

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২২, ০৭:৫২ পিএম

দেশের মানুষ কষ্টে থাকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘুম হয় না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ বুধবার (২৬ অক্টোবর) রাজধানীর খিলগাঁওয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

কাদের আরো জানান, জিনিসপত্রের দাম বেড়েছে, মানুষের কষ্টও বেড়েছে। আমরা মানুষের কষ্ঠ বুঝি, শেখ হাসিনা বোঝেন। এই সংকট থেকে উত্তরণের জন্য শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। মানুষের কষ্টে থাকলে শেখ হাসিনার ঘুম হয় না। একটু ধৈর্য ধরুন, সব ঠিক হয়ে যাবে। দলের নেতাকর্মীদের উদ্দেশে আওয়ালীগের সাধারণ সম্পাদক বলেন, দলটাকে বাঁচান, টাকা-পয়সার লেনদেন বন্ধ করেন। কমিটি করতে টাকা লাগবে, এই চর্চা আওয়ামী লীগ করতে পারে না। টাকা-পয়সা নিয়ে মনোনয়ন চর্চা চিরতরে বন্ধ করতে হবে। এটা শেখ হাসিনার নির্দেশ।

তিনি আরো বলেন, টাকা-পয়সার লোভ শেখ হাসিনার নেই। বঙ্গবন্ধু পরিবারের নেই। আওয়ামী লীগের নেতা-কর্মীদেরও বঙ্গবন্ধু পরিবারের সততা ও সাহস থেকে শিক্ষা নিতে হবে। এ সময় বিএনপির সমাবেশের সমালোচনা করে কাদের বলেন, দু-তিনটা সমাবেশ করে বিএনপির ভাব দেখে মনে হয় তারা ক্ষমতায় এসেই গেছে। এত সোজা নয়। খেলা হবে। ডিসেম্বরে বুঝিয়ে দেব।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: