সখীপুরে ফাঁসিতে পল্লী চিকিৎসকের আত্মহত্যা

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২২, ০৮:৩৯ পিএম

টাঙ্গাইলের সখীপুরে আলী আজম (৪০) নামের এক পল্লী চিকিৎসক ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার লাঙ্গুলিয়া বাজারে এ ঘটনা ঘটে। সে লাঙ্গুলিয়া গ্রামের আবুল বেপারীর ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই পল্লী চিকিৎসক আলী আজম বিভিন্ন ব্যাংক ও এনজিওতে ঋণগ্রস্ত ছিলেন। লোনের কিস্তি নিয়ে সব সময় দুশ্চিন্তায় ছিলেন। বাড়িতে সকালের খাবার খেয়ে দোকানে আসেন। এর কিছুক্ষণ পরেই গলায় রশি দিয়ে দোকানের আড়ার সাথে ফাঁসি দেন।

পল্লী চিকিৎসক আলী আজমের আত্মহত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করে স্থানীয় ইউপি সদস্য জয়েন উদ্দিন বলেন,ধারণা করছি ঋণের চাপেই আত্মহত্যা করেছেন।

সখীপুর থানা অফিসার ইনচার্জ মো.রেজাউল করিম বলেন, লাশের সুরতহাল শেষে ময়নাতদন্ত ছাড়াই পারিবারের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: