টাঙ্গাইল কারাগারে কারাবন্দীদের নিয়ে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২২, ১১:৩১ পিএম

মোঃ রাশেদ খান মেনন, টাঙ্গাইল থেকে: টাঙ্গাইলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এবং জেলা কারাগার এর আয়োজনে কারাগারের অভ্যন্তরে মাদকের বিরুদ্ধে সচেতনতার লক্ষে কারাবন্দীদের নিয়ে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টোবর বুধবার উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি।

বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সিভিল সার্জন, অতিরিক্ত পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বিভাগীয় কার্যালয়, জেল সুপার, সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

কারাবন্দীদের উদ্দেশ্যে আলোচকরা বলেন, মাদক সমাজ ও জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। মাদক জীবনকে কেড়ে নেয়, জীবনের স্বাভাবিক গতি ব্যাহত করে, মাদক এমন মরণব্যাধি, আত্মঘাতিমূলক জীবন প্রবাহ, আত্মহননের অসৎ এবং কুৎসিত পথ, যা দুর্বিষহ করে জীবন, অন্ধকার আনে পরিবারে, ধ্বংস করে পারিবারিক সম্প্রীতি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: