হেমন্তের ঘন কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়, কমছে তাপমাত্রা

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২২, ১১:৪২ এএম

হেমন্তের ঘন কুয়াশায় ডুবছে পঞ্চগড়। কার্তিক মাসের শুরু থেকেই ঘন কুয়াশায় পঞ্চগড়ের প্রকৃতিতে জানান দিয়েছিল শীতের আগমন। বৃহস্পতিবার ভোর থেকে সকাল পর্যন্ত পঞ্চগড়ের চারদিক ঘন কুয়াশায় ডুবে আছে। তাপমাত্রা কমে গিয়ে ১৭ ডিগ্রীর ঘরে নেমে এসেছে। অক্টোবরের শেষে তাপমাত্রা আরও কমে যাবে। নভেম্বরের শুরু থেকেই পুরোপুরি শীত বিরাজ হওয়ার সম্ভাবনা রয়েছে বলেন জানান তেঁতুলিয়া আবহাওয়া অফিস। ঘন কুয়াশার কারনে সকাল থেকে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। শির শির করে পড়ছে কুয়াশা এতে রাস্তাঘাট মানুষের শরীর ভিজে যাচ্ছে। ফসলে মাঠ সহ আবাদি জমিগুলোতে কুয়াশায় ডুবে আছে। গ্রামাঞ্চলের দিকে বেশি কুয়াশা পড়তে দেখা যাচ্ছে। এতে করে গ্রামাঞ্চলে ধানক্ষেতে পড়ছে শিশির।

তাপমাত্রা কমে গিয়ে ১৮ ডিগ্রির ঘরে নেমে এসেছে। সপ্তাহজুড়ে তাপমাত্রা ১৭ থেকে ২২ ডিগ্রীতে উঠানামা করছে। বৃহস্পতিবার সকাল ছয়টায় সর্বনিম্ন ১৮ দশমিক ৩ ডিগ্রী তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। সপ্তাহ জুড়ে দিনের বেলায় সর্বোচ্চ ২৮ থেকে ৩২ ডিগ্রীতে তাপমাত্রা উঠানামা করছে।

এদিকে ঘন কুয়াশার কারনে বৃহস্পতিবার সাকালে অটো ইজিবাইক চালক সহ কাজে বের হওয়া নিম্ন আয়ের মানুষদের কিছুটা দূর্ভোগ পোহাতে হচ্ছে। পঞ্চগড় পৌরসভার ইসলামবাগ এলাকার অটো রিক্সা চালক ইয়াসিন আলী জানায় সকাল বেলা বাড়ি থেকে বের হয়ে দেখতে পাই ঘন কুয়াশায় ঢেকে আছে চারদিক। আমার গা ভিজে যাচ্ছে। হঠাৎ করে শরীরের অনেক ঠান্ডা লাগছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান হেমন্তের মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা গত ২২ অক্টোবর ১৭ ডিগ্রী রেকড করা হয়েছিল। আজ সকাল ছয়টায় ১৮ দশমিক তিন ডিগ্রী। আগামি সপ্তাহে তাপমাত্রা আরও কমে যেতে পারে। ধীরে ধীরে শীতের তীব্রতা শুরু হবে অক্টোবরের শেষের দিকে। নভেম্বরের শুরু থেকে তাপমাত্রা কমে গিয়ে পুরোপুরি শীত আসার সম্ভাবনা রয়েছে।

জেলা পরিবেশ পরিষদের সভাপতি পঞ্চগড় সরকারী মহিলা কলেজের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক তৌহিদুল বারী বাবু জানান এবার হেমন্তকালে তাপমাত্রা কমে গিয়েছে। যখনই তাপমাত্রা ২৬ ডিগ্রীর নিচে নেমে আসে ঠিক তখনই তাপমাত্রার তারতম্য বেশি হয়ে যায়। কোন কোন স্থানে তাপমাত্রার বেশি তারতম্যের কারনে কুয়াশার সৃস্টি হয়। তিনি বলেন ভূগোল মতে ২৬ ডিগ্রীর কাছাকাছি যখন তাপমাত্রা চলে আসে দিনে ও রাতে তাপমাত্রার তফাৎ যদি বেশি হয় তখন কুয়াশা হয়। তবে হেমন্তকালের প্রতিদিন এমন পরিবেশ বিরাজ করবে তা নয়। মুলত আবহাওয়ার তারতম্য এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারনেই হেমন্তেই আগাম শীত ও কুয়াশার সৃস্টি হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: