ঠাকুরগাঁওয়ে শাকিল হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২২, ০১:১১ পিএম

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীর ভানোর ইউনিয়নের মৎস্যজীবী লীগ সভাপতি শাকিল আহম্মেদ হত্যার বিচারের দাবীতে মানববন্ধন করেছে বালিয়াডাঙ্গী উপজেলা মৎস্যজীবীলীগ ও এলাকাবাসী।

বৃহস্পতিবার সকাল এগারোটায় ঠাকুরগাঁও চৌরাস্তায় ঘন্টাব্যাপী এই মানববন্ধনে অংশ নেন জেলা মৎস্যজীবী লীগের সভাপতি আনিসুজ্জামান রুবেল, উপজেলা মৎস্যজীবী লীগের নেতারা। পরিবারের পক্ষে অংশ নেন নিহত শাকিলের স্ত্রী কাকলী আক্তার, শাকিলের বড় ভাই ভানোর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সোয়েব সায়ীদ, চাচা রমজান আলী। এলাকার পক্ষে অংশ নেন কুতব আলী, আমিনুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ভিডিওতে দেখা যায় কিভাবে সন্ত্রাসীরা শাকিলকে পিটিয়ে মেরেছে। অথচ আজ পর্যন্ত প্রশাসন এজাহার ভুক্ত আসামীদের ধরতে পারেনি।শাকিলের বড় ভাই সায়ীদ বলেন, এখন রাত হলেই আমাদের টিনের চালে ইট পড়ে। গেটে রামদা দিয়ে কোপানো হয়।মুঠোফোনে সন্ত্রাসীরা হুমকি দেয় যা পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে। অনতি বিলম্বে বক্তারা প্রধান আসামী চেয়ারম্যান রফিকুল সহ প্রকৃত দোষীদের আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানান।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: