শরণখোলায় জাতীয় শিক্ষক দিবস পালিত

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২২, ০১:২৭ পিএম

মাসুম বিল্লাহ, শরণখোলা (বাগেরহাট) থেকে: “শিক্ষকের হাত ধরে শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু” এ শ্লোগানকে সামনে রেখে বাগেররহাটের শরণখোলায় জাতীয় শিক্ষক দিবস-২০২২ পালিত হয়েছে। ২৭ অক্টোবর সকালে উপজেলার সরকারী প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষকদের সমন্বয়ে একটি র‌্যালী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে রায়েন্দা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে।

শরণখোলা সরকারী কলেজের অধ্যক্ষ মো. নুরুল আলম ফকিরের সভাপতিত্বে ও তাফালবাড়ী স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মো. শহিদুল ইসলাম খাঁনের সঞ্চালনায় আরকেডিএস বালিকা বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত।

বক্তব্য রাখেন, তাফালবাড়ী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মানিক চাঁদ রায়, প্রাথমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুজ্জামান খাঁন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক মো. আসাদুজ্জামান মিলন, সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান, খাদা গগন মেমোরিয়াল দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ওবায়দুল হক, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সহকারী শিক্ষক আমিনুল ইসলাম।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: