ফুলবাড়ীয়ায় নানা আয়োজনে শিক্ষক দিবস উদযাপন

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২২, ০৭:০১ পিএম

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় "শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু" এই প্রতিপাদ্যে শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ আলহাজ্ব এড. মোসলেম উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বেলায়েত হোসেন।

এতে উপজেলা একাডেমিক সুপার ভাইজার মহসিনা বেগম এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আলহাজ্ব আব্দুল মালেক সরকার ও বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন- মাদারীপুর সরকারী সুফিয়া মহিলা কলেজের অব.অধ্যক্ষ আর জে এম সেলিম রেজা তালুকদার।

এসময় অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শরাফ উদ্দিন শর, জেলা পরিষদ সদস্য ফারজানা শারমীন বিউটি,আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অব.প্রধান শিক্ষক মো. হাসানুজ্জামান, আছিম শাহাবুদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মকবুল হোসেন, পলাশীহাটা স্কুল এন্ড কলেজে র অধ্যক্ষ একে এম শামছুল হক,বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, কৈয়ারচালা দাখিল মাদরাসার সহ. সুপার এম এ হান্নান। এর আগে সকালে উপজেলার শিক্ষকবৃন্দ দিবসটি উপলক্ষে শোভাযাত্রা বের করে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: