রুদ্ধশ্বাস ম্যাচে জিম্বাবুয়ের জয়

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২২, ০৯:০৬ পিএম

চলমান টি-টোয়ান্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের কাছে ১ রানে পরাজিত হয়েছে পাকিস্তান। জিম্বাবুয়ের ১৩০ রানের অল্প পুঁজি, এরপর পেস তোপে পাকিস্তানের ধুঁকতে থাকা। শেষ দিকে টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে জয় ছিনিয়ে নেয় জিম্বাবুয়ে। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন শান মাসুদ। সিকান্দার রাজা নিয়েছেন ৩ উইকেট। সহজ টার্গেট তাড়া করতে নেমে বিধ্বস্ত হয় পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। ৩৬ রান তুলতে তারা হারিয়ে বসে বাবর আজম (৪), মোহাম্মদ রিজওয়ান (১৪) ও ইখতিখার আহমেদের (৫) উইকেট। চাপে পড়া দলকে চতুর্থ উইকেট জুটিতে বিপদমুক্ত করার চেষ্টা করেন শান মাসুদ ও শাদাব খান। দুজনে গড়ে তোলেন ৫২ রানের জুটি।

কিন্তু সিকান্দার রাজা আক্রমণে এসে ফের ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নিয়ে নেন। একে একে সাজঘরে ফেরান মাসুদ, শাদাব ও হায়দার আলিকে। মাসুদ ৩৮ বলে ৩ বাউন্ডারিতে ৪৪ রান করে এলবিডব্লিউ হন। শাদাব ১৪ বলে ১৭ রান করে ক্যাচ তুলে দেন শন উইলিয়ামসের হাতে। রাজার ঘূর্ণিতে গোল্ডেন ডাক নিয়ে মাঠ ছাড়েন হায়দার। ক্রিজে থাকা একমাত্র জাত ব্যাটার মোহাম্মদ নেওয়াজ শেষ পর্যন্ত আউট হলে জয়ের আশা ভঙ্গ হয় পাকিস্তানের।

এর আগে ব্যাট করতে নেমে ৪ ওভার শেষেও জিম্বাবুয়ে ভালো অবস্থানেই ছিল। বিনা উইকেটে তাদের সংগ্রহ ছিল ৩৮। কিন্তু পরে রোডেশীয়দের কেউই আর সামর্থ্যের পরিচয় দিতে পারেননি। বিপরীতে নিয়ন্ত্রিত বোলিং করেছেন ওয়াসিম জুনিয়র ও শাদাব খান। ওয়াসিম নেন ৪ উইকেট। শাদাবের ঝুলিতে গেছে ৩টি উইকেট। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) পার্থে টস হেরে ব্যাট করতে নামা জিম্বাবুয় প্রথম দুই ওভার শেষে তুলে ২৩ রান। ৪ ওভার শেষে বিনা উইকেটে তাদের সংগ্রহ দাঁড়ায় ৩৮।

পঞ্চম ওভারের শেষ বলে ১৯ রান নিয়ে ব্যাট করতে থাকা ক্রেগ আরভিনের উইকেট তুলে নেন হারিস রউফ। মোহাম্মদ ওয়াসিম নিজের দ্বিতীয় ওভার করতে এসে তুলে নেন আরেক ওপেনার ওয়েসলে মেধেভেরের উইকেট। ১৩ বলে মেধেভেরে করেন ১৭ রান। ২ উইকেট হারিয়ে রানের চাকা ধীরগতির হয়ে যায় জিম্বাবুয়ের। এরমধ্যে দশম ওভারে শাদাব খানের শিকারে পরিণত হন মিল্টন শুম্বা। এরপর ৩১ রানের পার্টনারশিপ গড়েন সিকান্দার রাজা ও শন উইলিয়ামস। উইলিয়ামস প্যাভিলিয়নে ফেরেন শাদাব খানের বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে। ২৮ বলে তার ব্যাট থেকে আসে ৩১ রান।

শাদাবের পরের বলে স্লিপে ক্যাচ তুলে দেন রেজিস চাকাভা। বলের লাইন বরাবর শিকারির মতো চোখ রেখে সেই ক্যাচ এক হাতেই লুফে নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। এরপর সিকান্দার রাজার ব্যাটে আশা দেখছিল জিম্বাবুয়ে। আগের চার ম্যাচে এই ব্যাটারের ব্যাট থেকে এসেছিল ১৩৬ রান। তবে এদিন পাকিস্তানের বিপক্ষে জ্বলে উঠতে পারেননি তিনি। ওয়াসিমের বলে স্কয়ার লেগে খেলতে গিয়ে ক্যাচ দিয়ে ৯ রানে মাঠ ছাড়েন তিনি।

পাকিস্তানি পেসার পরের বলে লুক জংউইয়ের উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে তুলেন। যদিও শেষ পর্যন্ত আর হ্যাটট্রিক হয়নি তার। শেষ দিকে রায়ান বার্ল ও ব্রাড ইভান্সের জুটি থেকে আসে ৩১ রান। ইভান্স আউট হন ১৫ বলে ১৯ রান করে। বার্ল করেন ১০ রান। পাকিস্তানের বাকিদের মধ্যে হারিস রউফ নিয়েছেন এক উইকেট।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: