ময়মনসিংহের শীর্ষ সন্ত্রাসী নূর উদ্দিন সহ দুই জন র্যাব'র জালে গ্রেফতার

দেশি বিদেশী চার-টি পিস্তল-সহ ময়মনসিংহের শীর্ষ সন্ত্রাসী মোঃ নূর উদ্দিনকে (৩২) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১৪। এসময় তার সহযোগী মোঃ সোহেল ওরফে পাইপ সোহেলকে (২৭) গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, একটি দেশি পিস্তল, ছয় রাউন্ড এ্যামোনেশন ও দুইটি ম্যাগাজিন উদ্ধার করে র্যাব।
গ্রেফতারকৃত হলেন, নুর উদ্দিন নগরীর আকুয়া সাতঘড়িয়া পাড়া এলাকার মাইন উদ্দিন ছেলে। সহযোগী সোহেল ওরফে পাইপ সোহেল নগরীর সানকিপাড়া এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় র্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে বুধবার দিবাগত রাতে কুমিল্লা জেলার সদর উপজেলার বউবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। র্যাব জানায়, শীর্ষ সন্ত্রাসী নূরউদ্দিন নগরীর আকুয়া ভাঙ্গাপুল এলাকায় চাঁদাবাজি, মাদক বাণিজ্য ও অস্ত্রের আধিপত্য বিস্তার করে সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছিলেন। তার বিরুদ্ধে খুন, ডাকাতি, মাদক ও অস্ত্র মামলাসহ থানায় ১২টি মামলা রয়েছে। নূর উদ্দিনের সহযোগী সোহেল ওরফে পাইপ সোহেলের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরকসহ ৬টি মামলা রয়েছে বলেও জানায় র্যাব।
র্যাব-১৪'র সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসাইন বলেন, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন যাবত নগরীর আকুয়াসহ বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র ব্যবহার করে আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত বলে স্বীকার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: