করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১০২

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজন মারা গেছেন। আগের দিনও একজন মারা গিয়েছিল। করোনায় এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৪১৮ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, আজ ৩ হাজার ৮০৪ জনের নমুনায় নতুন করে ১৩৭ জন করোনা শনাক্ত হয়েছে।
আগের দিন ৩ হাজার ৮০৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ১৩৭ জন। করোনা সংক্রমণ কমেছে দশমিক ১৮ শতাংশ। সোমবার করোনা শনাক্তের হার ছিল ৩ দশমিক ৬০ শতাংশ। আজ কমে হয়েছে ৩ দশমিক ৪২ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৯ লাখ ৯২ হাজার ৬৪৫ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৪ হাজার ৮৬৮ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫৭ শতাংশ। করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৪৫৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৭৯ হাজার ৮০০ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ২৯ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ২৭ শতাংশ।
এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ২ হাজার ৭১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৬০ জন। শনাক্তের হার ২ দশমিক ৮৯ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৩ দশমিক ১৫ শতাংশ। সূত্র - বাসস
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: