জাবিতে আন্তর্জাতিক সাদাছড়ি দিবস অনুষ্ঠিত

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২২, ০৪:৩৬ পিএম

মো. আবু দারদা লিমন, জাবি প্রতিনিধি: ‘দৃষ্টিজয়ে ব্যবহার করি, প্রযুক্তিনির্ভর সাদাছড়ি’ প্রতিপাদ্যকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) Disable Development and Human Research Organization (DDHRO) এর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে আলোচনা সভা শেষে উপস্থিত দৃষ্টিজয়ীদের মাঝে সাদাছড়ি ও রাইটিং ফ্রেম বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জাবি উপাচার্য অধ্যাপক ড. মো: নূরুল আলম বলেন, 'জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য ইতোমধ্যে কেন্দ্রীয় গ্রন্থাগারে একটি কর্নার স্থাপন করা হয়েছে। এছাড়াও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করে যাচ্ছে।'

সংগঠনটির প্রতষ্ঠাতা সভাপতি রুকন উদ্দিন বলেন, 'একজন প্রতিবন্ধী শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ে আসতে হলে অনেক বাধা-বিপত্তি পার হতে হয়। এ পথ যারা পাড়ি দিয়ে এখানে এসেছেন তাদের সবাইকে অভিনন্দন জানাই।'

তিনি আরও বলেন, '২০৩২ সালের মধ্যে সকল প্রতিবন্ধীদের কর্মসংস্থা নিশ্চিত করার জন্য উদ্যোগ নেয়া হয়েছে। এই সময়ের মধ্যে প্রতিবন্ধীদের কর্মমূখী প্রশিক্ষণ দেয়া হবে৷ এছাড়ও তাদের শিক্ষা কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সরকারের কাছে দাবিদাওয়া পেশ করা হয়েছে এবং আশাকরি দ্রুতই এগুলোর বাস্তবায়ন হবে৷'

আলোচনা সভায় বক্তারা দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য একটি আধুনিক ও মানসম্মত অডিও লাইব্রেরি, ব্রেইল পদ্ধতিতে পরীক্ষা প্রদানের সুযোগ, সকল প্রতিবন্ধীদের জন্য প্রত্যেক হলে সহজগম্যতা ও বিশেষ সুবিধা প্রদান, প্রশাসনিক, আবাসিক ও একাডেমিক ভবনসমূহে বিশেষ ব্যবস্থা, প্রতিবন্ধীদের জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা, সারাদেশে প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রতিবন্ধীভাতা বাড়িয়ে ১০ হাজার টাকা করা, প্রতিবন্ধীতার মাত্রা ও ধরণ অনুসারে কর্মসংস্থার ব্যবস্থা করা, প্রতিবন্ধীদের জন্য শুধু সমাজকল্যাণ মন্ত্রণালয় নয় বরং প্রত্যেক মন্ত্রণালয়কে স্ব স্ব দায়িত্ব পালন ও জাবি সহ সারাদেশে প্রতিবন্ধীদের অধিকার প্রতিষ্ঠায় সর্বস্তরের জনগণকে উদ্বুদ্ধকরণের জন্য অতিথিবৃন্দের আহ্বান জানান।

উল্লেখ্য, ১৯৬৪ সালে যুক্তরাষ্ট্রে প্রথম দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য ১৫ অক্টোবর দিবসটি পালন শুরু হয়। বাংলাদেশের সংবিধানে সন্নিবেশিত নির্দেশনা এবং জাতিসংঘ ঘোষিত প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সনদে (UNCRPD) অনুস্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশ প্রতিবছর বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালন করে থাকে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: