সমাবেশ শেষ হতেই রংপুরে বাস চলাচল শুরু

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২২, ০৮:৫২ পিএম

বিএনপির সমাবেশ শেষ হওয়া মাত্র মোটর মালিক সমিতির ডাকা ৩৬ ঘণ্টার পরিবহন ধর্মঘটের পর রংপুরসহ বিভাগের বেশ কয়েকটি জেলায় বাস চলাচল স্বাভাবিক হয়েছে। এতে স্বস্তি ফিরে এসেছে যাত্রীদের মধ্যে। শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার পর থেকেই রংপুরের কামারপাড়া বাসস্ট্যান্ড, কেন্দ্রীয় বাস টার্মিনাল, মডার্নমোড়, সাতমাথা থেকে বিভিন্ন জেলার উদ্দেশে বাস ছেড়ে গেছে।

বিএনপির পূর্ব ঘোষনা অনুযায়ী আজ (শনিবার) বেলা ১১টা ৪০ মিনিটে রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাহ মাঠে এ গণসমাবেশে শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। এতে লক্ষাধিক নেতা-কর্মী যোগ দিয়েছিলেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথির বক্তব্য শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সমাবেশ সমাপ্ত ঘোষণা করা হয়।

সমাবেশ শেষ ঘোষণা করার সাথে সাথে দলতির নেতাকর্মীরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সমাবেশ শেষে নগরীর মেডিকেল মোড়, বাস টার্মিনাল, সাতমাথা ও মডার্ন মোড় এলাকা ঘুরে দেখা গেছে, বাস চলাচল শুরু হয়েছে। সমাবেশে আসা বিএনপির অনেক নেতা-কর্মী সেসব বাসে করে বাড়িতে যাচ্ছেন।

এর আগে রংপুরে বিএনপির বিভাগীয় সমাবেষ গণসমাবেশের দুদিন আগে হঠাৎ করে ৩৬ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দেয় রংপুর মটর মালিক সমিতি। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীসহ বিএনপির নেতা-কর্মীরা। তবে এ ধর্মঘটের সঠিক কারন উল্লেখ করেননি মালিক সমিতি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: