সহকর্মীদের বাঁচাতে গিয়ে আগুনে পুড়ে প্রাণ গেল প্রবাসী যুবকের

কুমিল্লার নাঙ্গলকোটের চৌকুড়ি গ্রামের বাহরাইন প্রবাসী মুস্তাফিজুর রহমান দিদার (৩১) নামে এক যুবকের আগুনে পুড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বাহরাইনের স্থানীয় সময় আনুমানিক রাত ৩টায় ওই দেশের মানামা শহরের নিজ বাসায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত। দিদার চৌকুড়ি গ্রামের মুস্তফা কামাল মুহুরির বড় ছেলে।
স্থানীয় ও পরিবারিক সূত্রে জানা যায়, উপজেলার ঢালুয়া ইউনিয়নের চৌকুড়ি গ্রামের মুস্তফা কামাল মুহুরির ২ ছেলে ও ৩ মেয়ে, তার বড় ছেলে মুস্তাফিজুর রহমান দিদার ইলেক্ট্রিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করে ২০১২ সালে জীবিকার তাগিদে বাহরাইনে পাড়ি জমান। সেখানে তিনি বিভিন্ন বিল্ডিংয়ের ইলেক্ট্রিকের কাজ কন্ট্রাক্ট নিয়ে বাংলাদেশীদের দিয়ে কাজ করাতেন। ২০২০ সালে তিনি দেশে এসে পাশ্ববর্তী বক্সগঞ্জ ইউনিয়নের অষ্টগ্রামের আবু মূসা মোল্লার মেয়ে সুরাইয়া আক্তারকে বিবাহ করে। বিয়ের ৫ মাস পর পুনঃরায় দিদার বাহরাইন চলে যায়।
শুক্রবার রাত ১১টায় পিতা ও স্ত্রী’র সাথে কথা বলে আগামী রমজানে বাড়ীতে আসবে বলে কি কি লাগবে জানতে চায় দিদার। ওই রাতেই আনুমানিক ৩টায় তাদের রুমে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় দিদার রুমের সকলকে ঘুম থেকে জাগিয়ে বের হয়ে যেতে সহযোগিতা করে। সর্বশেষ রুমে আর কেউ আছে কিনা দেখতে গিয়ে তিনি আর বের হতে পারেননি। রুম থেকে বের হওয়া তার সহকর্মীরা অনেক চেষ্টা করেও আগুনের তীব্রতার কারণে তাকে উদ্ধার করতে পারেনি।
দিদারের মৃত্যুর খবরে তার বৃদ্ধ পিতা-মাতা বার-বার মুর্চা যাচ্ছে, পরিবারে চলছে শোকের মাতম। দিদারের মামা বাহরাইন প্রবাসী আবু নোমান সোহাগ বলেন, আমি খবর শুনে ঘটনাস্থলে গিয়ে প্রথমে দেখে আমার ভাগিনাকে চিনতে পারিনি, তার পুরো শরীর আগুনে পুড়ে গেছে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: