প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

মোঃ জামাল বাদশা

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে রাঙ্গার কুশপুত্তলিকা দাহ

   
প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, ২৯ অক্টোবর ২০২২

জাতীয় পাটির বহিষ্কৃত মহাসচিব মশিউর রহমান রাঙ্গার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে লালমনিরহাট জেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা। শনিবার (২৯ অক্টোবর) বিকেলে জেলা জাপা অফিস থেকে মিছিল বের করে শহরের মিশন মোড়ে রাঙ্গার কুশপুত্তলিকা দাহ করা হয়। এছাড়াও লালমনিরহাটে মশিউর রহমান রাঙ্গাকে অবাঞ্ছিত ঘোষণা করেন তারা।

বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা জাপা সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দিন, পৌর জাতীয় পার্টির সভাপতি আলমঙ্গীর হোসেন, সাবেক পৌর কমিশনার নজরুল ইসলাম বাদশাসহ অনেকে। পরে রাঙ্গার বহিষ্কারের খবরে মিষ্টি বিতরণ করেন জাপার নেতারা।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: